সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদ বলেন, 'চলমান ইসরায়েলি সহিংসতা শান্তি প্রক্রিয়াকে আরও দীর্ঘ করবে।এতোদিন যেসব আলোচনা ও কার্যক্রম চলেছে তার সব মুখ থুবড়ে পড়েছে। কারণ গাজা সহিংসতায় আমরা ভুল পথে এগোচ্ছি।'
তিনি আরও বলেন, 'গাজায় সহিংসতা আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। পশ্চিম তীরের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সহিংস হামলার কারণে ভুল পথে ধাবিত হচ্ছি আমরা। সেখানে দ্রুত সংঘাত বন্ধ করা প্রয়োজন।'
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্বকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের সামরিক বাহিনীর গোলাবর্ষণে এ পর্যন্ত প্রাণ গেছে ২২০ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে শিশুর সংখ্যা ৬৩ জন; আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।
অন্যদিকে, ক্ষেপনাস্ত্র অকার্যকর ব্যবস্থা (অ্যান্টি মিসাইল সিস্টেম)-আয়রন ডোম ব্যবহার করে ছোড়া রকেটগুলোর ৯০ শতাংশই অকার্যকর করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু আশদোদ, আশকেলন, বিরসেবা শহরসহ দেশটির উত্তরাংশে কিছু ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে হামাসের রকেটগুলো।
সূত্র: আল জাজিরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        