ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ফিলিপাইন। শর্ত সাপেক্ষে এখন থেকে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে নাগরিকেরা ফিরতে পারবেন ফিলিপাইনে।
এর আগে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ সাতটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ফিলিপাইন।
শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম গুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখন থেকে ফিলিপাইনে সরকারি এবং বেসরকারি দুইভাবেই নাগরিকেরা ফিরতে পারবেন। বেসরকারিভাবে যারা ফিরবেন, তাদের আগে থেকে অনুমতি চাইতে হবে। তবে তাদেরকে ৪৮ ঘণ্টার ভেতরে করা করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে। একই সঙ্গে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
দেশটিতে ১৫ জুন পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা ছিল। ওই সময় বলা হয় এই দেশগুলোয় শেষ ১৪ দিনে ভ্রমণ করা কেউ ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন না। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭.২ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন