ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির কথিত চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরির গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর পার্সটুডের।
ক্ষমতা থেকে বিদায় নেয়ার প্রায় পাঁচ মাস পরে এসে ইসরাইলের ইয়েদিয়োথ অহরোনথ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক পম্পেও এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছিল যার পরিণতিতে ডিল অফ দ্যা সেঞ্চুরি সই হয়। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির চুক্তি অন্যতম।
উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ কয়েকটি আরব দেশ মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের প্রশাসন আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি অস্থায়ীভাবে স্থগিত রাখে।
বিডি-প্রতিদিন/শফিক