১৪ জুন, ২০২১ ০৮:৪৭

ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ!

অনলাইন ডেস্ক

ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ!

ক্ষমতার পালাবদলের মধ্যেই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার (১২ জুন) রাতে জেরুজালেমের প্যারিস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছরের শাসনের অবসানের ঠিক একদিন আগে এ বিক্ষোভের আয়োজন করা হলো। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার চান বিক্ষোভকারীরা।

ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হয়েছে। রবিবার (১৩ জুন) ৬০-৫৫ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাফটালি বেনেট। আর পার্লামেন্টে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, বেকার সমস্যা এবং দুর্নীতির অভিযোগ তুলে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে এক বছর ধরে বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ। তাই স্বাভাবিকভাবেই তার ক্ষমতা ছেড়ে যাওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা।
ইসরায়েলে গত দুই বছরে চারবার জাতীয় নির্বাচনের আয়োজন করেও এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারেনি। দীর্ঘদিনের শাসক নেতানিয়াহুকে সরাতে সম্প্রতি ইসরাইলে ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে ৮ দল মিলে একটি জোট গঠন করে। 

চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেত। এরপর দায়িত্ব নেবেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ। 

সূত্র: হারেজ

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর