১৪ জুন, ২০২১ ১১:৩২

পাকিস্তানে প্রতি চার জনের তিনজন বেকার...

অনলাইন ডেস্ক

পাকিস্তানে প্রতি চার জনের তিনজন বেকার...

ফাইল ছবি

পাকিস্তানের একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বিগত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রতি চার জনের মধ্যে তিনজন জীবিকা হারিয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ৩.৯ শতাংশ সত্ত্বেও লাখ লাখ মানুষ এখনও কর্মসংস্থান সংকটে রয়েছে।

এছাড়াও 'মানুষের সুস্থতার উপর করোনার আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়নের জন্য বিশেষ জরিপ' শিরোনামের একটি প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে পাকিস্তানের শ্রম বাজার ১৩ শতাংশ হ্রাস পেয়েছে, যার ফলে ২০.৭ মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর প্রভাব শহরগুলির অনানুষ্ঠানিক বিভাগে প্রতি চার জনের মধ্যে তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে কম দক্ষ তরুণ শ্রমিকরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) সাবেক গভর্নর এবং অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ সালিম রাজা বলেছেন, 'কোথায় ক্ষতি দীর্ঘস্থায়ী হয়েছে তা শনাক্ত করা গুরুত্বপূর্ণ। করোনা মন্দার কারণে অনানুষ্ঠানিক অর্থনীতির কিছু অংশ অন্যদের চেয়ে বেশি গভীরভাবে প্রভাবিত হয়েছে।'
সূত্র: দ্য ডন 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর