১৫ জুন, ২০২১ ১৭:৪১

ব্রিটেনে ফের বাড়ল লকডাউন

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ফের বাড়ল লকডাউন

প্রতীকী ছবি

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে নতুন শঙ্কার মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্রিটেন। তাই ২১ জুনের মধ্যে লকডাউন প্রত্যাহার করার কথা থাকলেও আগামী ১৯ জুলাই পর্যন্ত ফের বাড়ানো হলো বিধিনিষেধ। 

লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা মাস খানেক পেছানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেই বললেন, আরও কিছুটা সময় অপেক্ষা হয়তো ব্রিটেনবাসীর জন্য মঙ্গলজনক হবে।

বরিস জনসন বলেন, আগামী আরও দু’সপ্তাহ আমরা দেশের করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং যদি এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আসে, সেক্ষেত্রে পরবর্তী দুই সপ্তাহে লকডাউন শিথিলের উদ্যোগ নেওয়া হবে।'

নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, লকডাউন আরও চার সপ্তাহ থাকবে। কিন্তু এই জুলাই মাসের মধ্যে বা লকডাউন শেষ হওয়ার পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নাই।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর