যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে গত শনিবার। জানা গেছে, ওরেগন রাজ্যের সর্ববৃহৎ শহর, পোর্টল্যান্ডে'র তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সর্বকালের এক রেকর্ড। আরো দক্ষিণে, ওয়াশিংটন রাজ্যের সিয়াটেল শহরে শনিবার ৩৭.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সিয়াটেল'র ইতিহাসে চতুর্থবারের মত রেকর্ড সৃষ্টি করা জুন মাসের এক শনিবার।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রবিবার ও আগামী সপ্তাহ নাগাদ তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকবে। ওয়াশিংটন ও ওরেগন রাজ্যের কর্মকর্তারা কুলিং সেন্টার, পুল, মুভি থিয়েটার ও শপিং মলের ধারণ ক্ষমতার বিধিনিষেধ তুলে নিয়েছেন। পোর্টল্যান্ডে একটি কনভেনশন সেন্টারকে কুলিং সেন্টারে রূপান্তরিত করা হয়েছে ,যে সেন্টারে প্রায় ৩০০ লোক গরম থেকে কিছুটা হলেও পরিত্রান পাবেন।
এই অবস্থায় নগরবাসীকে বেশি বেশি পানি পান করতে, জানালায় পর্দা ব্যবহার করতে, পাখা ব্যবহার করতে এবং প্রয়োজন পড়লে কুলিং সেন্টারে যেতে পরামর্শ দিয়েছেন। এছাড়া অত্যধিক তাপমাত্রার কারণে বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন এবং জরুরি চিকিৎসা সেবার ওপর চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন ।
বিডি-প্রতিদিন/শফিক