যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির বাসস্টপে গত মঙ্গলবার (২২ জুন) সকালে একটি গোপন নথি পাওয়া গেছে। যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার ও সামরিক বাহিনীর ওই নথিতে ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের জলসীমা দিয়ে ব্রিটিশ জাহাজের চলাচল নিয়ে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
বাসস্টপের পেছনে একটি স্যাঁতসেঁতে জায়গা থেকে ৫০ পাতার এসব নথি উদ্ধার করা হয়েছে। নথিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে ব্রিটিশ সামরিক উপস্থিতির পরিকল্পনার বিস্তারিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এই নথিপত্রের বিষয়বস্তু স্পর্শকাতর বুঝতে পেরে তা বিবিসিকে জানিয়েছে।
এ নিয়ে একটি তদন্তের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। মন্ত্রণালয়ের এক কর্মচারী নথিপত্রগুলো হারিয়ে যাওয়ার কথা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে (এমওডি) গত সপ্তাহে জানিয়েছিলেন। এমওডি বলছে, 'একজন সাধারণ মানুষের কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পর্শকাতর নথি পাওয়া গেছে।' নথিতে ইমেইল ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ছিল।
ধারণা করা হচ্ছে, এই নথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েরই হবে। যুক্তরাজ্যের লেবার পার্টি সরকারের সমালোচনা করে বলেছে, 'একজন সাধারণ মানুষের এসব নথি খুঁজে পাওয়ার বিষয়টি সরকারের জন্য বিব্রতকর ও দুঃখজনক।'
লেবার পার্টির প্রতিরক্ষানীতি বিষয়ক প্রধান জন হিলি বলেছেন, 'এই ঘটনায় জাতীয় নিরাপত্তা যেন ক্ষুণ্ণ না হয় কিংবা নিরাপত্তা অভিযান ব্যাহত না হয় এবং সেইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে মন্ত্রীদেরকে।'
কৃষ্ণসাগরে ব্রিটিশ ডিফেন্ডারের মিশন নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট সংঘাত এবং বিতর্কের মধ্যে কেন্টে পাওয়া নথিতে স্পষ্ট হয়েছে যে, ব্রিটিশ সরকার হিসাব-নিকাশ করে ঝুঁকি নিয়ে ওই পথে গিয়েছিল।
সূত্র: খবর বিবিসি ও গার্ডিয়ান
বিডি প্রতিদিন / অন্তরা কবির