ভরাতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জঙ্গিরা এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তাদের মেয়েও আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার নাম ফায়াজ আহমেদ। তিনি স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) হিসেবে দায়িত্বরত ছিলেন।
কাশ্মীর পুলিশের পক্ষে বলা হয়েছে, গতকাল রবিবার রাত ১১টা নাগাদ তাদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে আহত হন ফায়াজ এবং তার পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তার স্ত্রীর। তাদের মেয়ে রাফিয়াও গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর থেকেই সেখানে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে।
এর আগে গত মঙ্গলবার (২২ জুন) শ্রীনগরের মেনগানয়াজির নওগাম এলাকায় পুলিশ অফিসার পারভেজ আহমেদ দরের উপর গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুই জঙ্গি। স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় তার। গত মাসে শ্রীনগরের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন জাভেদ আহমেদ নামের এক পুলিশকর্মী।
গতকাল রবিবার সকালে ড্রোন হামলার পর এমনিতেই কিছুটা উত্তপ্ত এলাকা। তার পরেই পুলিশের উপর জঙ্গি হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক মহলে। দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/আবু জাফর