যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) দাবি করেছে মানবশরীরে ক্যানসার বাসা বাঁধার আগেই রক্তপরীক্ষা করে এর পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। এছাড়াও আগস্টে ৫০ রকমের ক্যানসারের রোগনির্ণয় পদ্ধতির কার্যকারিতা বুঝতে ক্লিনিক্যাল ট্রায়াল ইংল্যান্ডে শুরু করবে সংস্থাটি।
এনএইচএস জানায়, ক্যানসারের ঝুঁকি থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এমন ৫০ বছর ও তার ঊর্ধ্বে ব্যক্তিদের ওপর চালানো হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল। যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ‘গ্রেল’র বানানো এই অভিনব রক্তপরীক্ষা পদ্ধতির কার্যকারিতা পরখ করতে ইতিমধ্যেই কয়েক দফায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। তাতে ভালো সাড়া মিলেছে বলেই ইংল্যান্ডে এই ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়েছে এনএইচএস।
গ্রেল'র পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এই অভিনব পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে ক্যানসারে আক্রান্ত এমন ২ হাজার ৮২৩ জন পুরুষ ও মহিলার ওপর। একই সঙ্গে ট্রায়াল চালানো হয়েছে এখনো ক্যানসার ধরা পড়েনি এমন ১ হাজার ২৫৪ জন পুরুষ ও মহিলার ওপরেও।
বিডি প্রতিদিন / অন্তরা কবির