ফ্রান্সে সাইক্লিং প্রতিযোগিতায় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেলো। অতি উৎসাহী এক দর্শকের কারণে ফ্রান্সের বিখ্যাত সাইক্লিং টুর্নামেন্ট প্রতিযোগিতা 'ট্যুর ডে ফ্রান্স' এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন প্রতিযোগী আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা এক দর্শকের দিকে টিভি ক্যামেরা ঘুরলেই তিনি টিভিতে আসার ইচ্ছায় অতি উৎসাহী হয়ে ট্র্যাকের মধ্যে ঢুকে জার্মান রাইডার টনি মার্টিনের ওপর এসে পড়েন। মার্টিন পড়ে যাওয়ার পর ৫০ জনের মতো রাইডারও পড়ে যান এবং কমবেশী সবাই আহত হয়েছেন।
পুলিশ এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে অন্য কিছু এর পেছনে আছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তারা।
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারণ হিসেবে সেই নারীকেই দায়ী করছে পুলিশ। ইতোমধ্যে সেই সেই নারী দর্শকের খোঁজ করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাভোগ হতে পারে সেই নারীর।
পাশাপাশি অভিযুক্ত নারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার কথাও জানিয়েছেন টুর্নামেন্টের সহকারী ডিরেক্টর। তিনি জানান, ‘আমরা ওই নারীর বিরুদ্ধে মামলা করব।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রতিযোগিতায় সমর্থকদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। তবে ট্যুর দে ফ্রান্স সফল হওয়ার জন্য প্রতিযোগীদের সুরক্ষাকেও মাথায় রাখতে হবে সকলের। শুধুমাত্র একটি ছবি তোলা বা টিভিতে আসার জন্য জীবনের ঝুঁকি নেওয়া সঠিক নয়’।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন