পাকিস্তানের এক তরুণী ফেসবুকে এক ভারতীয় তরুণের সঙ্গে প্রেম করছেন। তরুণীর নাম সুমন রন্তিলাল। আর তরুণ অমিত শর্মা। তারা এখন বিয়ে করতে চান। কিন্তু বাধা দুই দেশের সীমান্ত। তাই ভারতে এসে প্রেমিককে বিয়ে করতে মোদি সরকারের বিশেষ ট্রাভেল ভিসার অনুমতি চেয়েছেন ওই তরুণী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রন্তিলাল পাকিস্তানের করাচিতে শিক্ষিকা। ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুকে ভারতের গুরুদাসপুরের অমিত শর্মার সঙ্গে তার আলাপ শুরু হয়। শুরুতে মেসেঞ্জারে টুকটাক কথা, পরস্পরের ছবিতে রিয়্যাকশান। তাদের বন্ধুত্ব দ্রুত প্রেমে পরিণত হয়। তবে এখনও পর্যন্ত তাদের সামনাসামনি দেখা হয়নি। পুরোটাই মেসেঞ্জার, ফোন ও ভিডিও কলেই সীমাবদ্ধ। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনেই একে অপরকে ভালোবেসেছেন। আর সেই কারণেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে রন্তিলাল করাচি থেকে ফোনে কথা বলেন। তিনি জানান, ‘আমি ভারতে গিয়ে অমিতের সঙ্গে সারাজীবন কাটাতে চাই। গত বছরের মার্চ থেকে করোনার কারণে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ। এ কারণে এখনো ভিসা পাইনি।’
গুরুদাসপুরের এক বেসরকারি সংস্থায় সেলস ডিরেক্টর হিসেবে কর্মরত অমিত। তিনি জানান, ‘প্রথম যেদিন ফেসবুকে তার সঙ্গে সুমনের কথা হয়, তা আজও স্পষ্ট মনে আছে। ফেসবুকে পাকিস্তানের করাচিতে জন্মাষ্টমীর পালনের একটি ছবি আপলোড করেছিল রন্তিলাল। তখনই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে মেসেঞ্জারে আমাদের কথা শুরু হয়। ফোন নম্বর আদান প্রদানও হয়। নভেম্বরে, আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। সৌভাগ্যবশত ও হ্যাঁ বলেছে। আশা করি খুব দ্রুত আমরা নতুন জীবন শুরু করতে পারব।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ