আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠলো দুবাই। বুধবার দিবাগত গভীর রাতে দুর্ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর মেলেনি এবং দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। খবর সিএনএন এর।
জানা গেছে, দুবাইয়ের জেবেল আলি বন্দরে নোঙর করে থাকা এক মালবাহী জাহাজের কনটেইনারে বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের আভা দেখা যায় সারা শহর জুড়ে।
পরে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক