নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। খবর বিবিসির।
একই সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশ প্রধান লিয়ন চার্লস বলেছেন, ‘তাদেরকে হত্যা বা গ্রেফতার করা হবে।’
বুধবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতি তিনি আরও বলেন, ‘চার ভাড়াটে সন্দেহভাজন খুনিকে হত্যা করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার হয়েছে। এছাড়া জিম্মি পুলিশের তিন সদস্যকেও উদ্ধার করা হয়েছে।’
বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম