আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাতার মিরজাকওয়াল পাকটিয়া প্রদেশ সফরকালে বলেন, 'কেউ সামরিক ট্যাংক পাকিস্তানে পাচার করতে চাইলে তাকে সরাসরি আফগান বিমান বাহিনী টার্গেট করবে। আর তারা (তালেবান) যেন পাকিস্তানে সামরিক সরঞ্জাম পাচার বন্ধ করে।'
আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তালেবান সন্ত্রাসীরা অসংখ্য সামরিক সরঞ্জাম এবং ট্যাঙ্ক দখল করে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'তালেবানরা আফগানিস্তানের জাবুল প্রদেশের মাধ্যমে এই সামরিক ট্যাঙ্কগুলো পাকিস্তানে পাচার করছে।'
আফগান স্বাধীন স্থানীয় শাসন অধিদপ্তরের প্রধান শামীম খান কাটাওয়াজাইকে উদ্ধৃত করে খামা প্রেস জানিয়েছে, তালেবানরা যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম নিয়ে গেছে, তার প্রমাণ ও ফুটেজ রয়েছে।
তবে তালেবানরা অবশ্য ক্রমাগত এই দাবি প্রত্যাখ্যান করেছে।
এদিকে, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানভিত্তিক জিহাদি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জইশ) এবং লস্কর-ই-তাইয়িবা (এলইটি) আফগান জাতীয় বাহিনীর বিরুদ্ধে তালেবান গোষ্ঠীগুলির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির