কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় এই জরুরি অবস্থা জারি করা হয়। সেখান থেকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ব্রিটিশ কলম্বিয়ার ২৯৯টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে ১৮টি শুরু হয়েছিল আগের দুইদিনে। আগামী দিনে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবস্থা অন্তত ১৪ দিন জারি থাকবে, প্রয়োজনে পরে তা আরও বাড়ানো হতে পারে।
ব্রিটিশ কলম্বিয়া জননিরাপত্তা মন্ত্রী মাইক ফার্নওর্থ জানান, প্রদেশজুড়ে তিন হাজার ১৮০-এর বেশি দমকলকর্মী ও অন্য কর্মকর্তারা দাবানল নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন। আগামী কয়েকদিনে আগুন যদি আরও বাড়ে, তাহলে আরও লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই