২৭ জুলাই, ২০২১ ১৯:৪১

প্যারিসে কিউবার দূতাবাসে হামলা, আমেরিকাকে দায়ী করল হাভানা

অনলাইন ডেস্ক

প্যারিসে কিউবার দূতাবাসে হামলা, আমেরিকাকে দায়ী করল হাভানা

ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে কিউবা। হাভানা বলেছে, লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার লোকজনকে উৎসাহী করে তুলেছে।

প্যারিসে কিউবার দূতাবাস ভবনে মলদোভা ককটেল হামলা চালানো হয়। তাতে সামান্য পরিমাণে আগুন ধরলেও অগ্নিনির্বাপক দল আসার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়।

তবে ককটেল হামলায় দূতাবাস ভবনের তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। দমকল বাহিনীর লোকজন পৌঁছানোর আগেই দূতাবাসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোদ্রিগেজ এক টুইটার পোস্টে বলেছেন, “প্যারিসে আমাদের দূতাবাস ভবনে মোলটোভা ককটেল দিয়ে সন্ত্রাসীদের হামলার নিন্দা জানাই আমরা।”

তিনি আরো বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার এবং উসকানি সৃষ্টির জন্য আমরা মার্কিন সরকারকে দায়ী করি।”

সম্প্রতি কিউবায় মারাত্মক সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছে আমেরিকা এবং তাতে অন্তত একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া, মার্কিন উসকানিতে পা দিয়ে দেশে সহিংসতা সৃষ্টির জন্য অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে। সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর