২৭ জুলাই, ২০২১ ২২:৪১

এবার সু চি সরকারকে অবৈধ ঘোষণা করল মিয়ানমারের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

এবার সু চি সরকারকে অবৈধ ঘোষণা করল মিয়ানমারের সেনাবাহিনী

অং সান সু চি (ফাইল ছবি)

ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী অং সান সু চি ২০২০ সালের ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন মিয়ানমারের। তবে দেশটির সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বন্দী করে সু চিকে। এবার মিয়ানমার সেনাবাহিনী ২০২০ সালের ভোটকে অবৈধ ঘোষণা করল।

দাবি করা হয়েছে, তদন্ত করে সেই ভোটে ১ কোটি ১০ লক্ষ অনিয়মের তথ্য জানা গেছে। সেনাবাহিনীর ‘নির্বাচন কমিশন’ বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে। তাদের ভাষ্য, কোভিড বিধির অপব্যবহার করে বিরোধীদের ভোটে হারিয়ে দিয়েছে সু চি-র এনএলডি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। তাই ২০২০ সালের নির্বাচন বাতিল ঘোষণা করা হচ্ছে। 

সূত্র : দ্য ওয়াল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর