৩ আগস্ট, ২০২১ ০১:৪৯

ইসরায়েলি সৈন্য থেকে রাইফেল নিয়ে ফিলিস্তিনিদের গুলি

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সৈন্য থেকে রাইফেল নিয়ে ফিলিস্তিনিদের গুলি

ফাইল ছবি

ইসরায়েলি সৈন্যের কাছ থেকে রাইফেল নিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে এক ইহুদি বসতি স্থাপনকারীর গুলি করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিও গতকাল সোমবার ইসরায়েলি মানবাধিকার সংস্থা বাইত সালাম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করেছে।

গত ২৬ জুন ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে,  হেবরনের কাছাকাছি আল-তুয়ানি গ্রামে সামরিক জিপে করে ওই বসতি স্থাপনকারী ছুটে আসেন এবং জিপ থেকে নেমেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ রবিবার প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিদের বরাত দিয়ে জানিয়েছে, একজন ইসরায়েলি সৈন্য ওই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে তার রাইফেল দিয়েছিল গুলি করার জন্য।

সূত্র : পার্সটুডে

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর