দমকল বাহিনী গ্রিসজুড়ে দাবানল নিয়ন্ত্রণ আনতে হিমশিম খাচ্ছে বলে আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এর মধ্যেই সোমবার নতুন করে দাবানল ছড়িয়েছে আরও দুটি স্থানে। সকালে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার দক্ষিণে দাবানল ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের দক্ষিণে চলতি মাসের শুরুতে ১০ দিন ধরে দাবানল অব্যাহত ছিল।
অ্যাথেন্সের উত্তরে ভিলিয়া এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার সেখানে ৫ দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
দাবানলের কারণে ভিলিয়া থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিসের আঞ্চলিক গভর্নর জিওর্জোস পাতুলিস বলেছেন, ‘নতুন করে বড়মাপের যুদ্ধ শুরু হয়ে গেছে।’
এই মাসে গ্রিসে তীব্র তাপদাহের পর দ্রুত দাবানল ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন অংশে প্রতিদিনই নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এতে পুড়ে গেছে বন, কৃষি জমি, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এভিয়ার।
বিডি প্রতিদিন/ফারজানা