আত্মহত্যার চেষ্টা করেছিলেন দক্ষিণ আফ্রিকার দেশ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ। জানা গেছে, ২০১৯ সালে বিক্ষোভে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় প্রসিকিউটররা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলে তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। খবর আল-জাজিরার।
আনেজের আত্মহত্যা চেষ্টার সেই বিষয়টি সামনে এনেছেন কারাগারের পরিচালক জুয়ান কার্লস লিমপিয়াস। তিনি বলিভিয়ার এই সাবেক প্রেসিডেন্টের বর্তমান অবস্থা নিয়ে জানান, আমরা কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল আছে। বর্তমানে জিনাইন আনেজ তার পরিবারের সঙ্গে আছেন। তার মানসিক অবস্থার উন্নতির জন্য তার পরিবারের সদস্যদের পাশে থাকা বেশ গুরুত্বপূর্ণ।
এর আগে, বলিভিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজসহ কয়েক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চলতি বছরের মার্চে। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য বিক্ষোভ, সন্ত্রাসবাদ ও সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার কারণে এসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক