৩০ আগস্ট, ২০২১ ১১:০২

ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এল পাঁচটি রকেট!

অনলাইন ডেস্ক

ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এল পাঁচটি রকেট!

হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারের একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয়। ছবি: সংগৃহীত

আরও একবার হামলার মুখে পড়ল কাবুল বিমানবন্দর। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট ছুটে আসে।

বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত হামলার নেপথ্যে আইএস খোরাসানের জঙ্গিরাই রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আমেরিকার সেনাবাহিনী।

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে আশঙ্কা করেছে আমেরিকার সেনা।

সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে ধারণা করা হচ্ছে।

সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারের একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর