তালেবানের পক্ষ থেকে কাশ্মীরে কোনো বিপদের আশঙ্কা নেই। তাই তালেবানের নিয়ে অযথা ভয় পাওয়ারও কোনো কারণ নেই বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে।
গতকাল রবিবার দেশটির জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাশ্মীর সম্পূর্ণ সুরক্ষিত। এটি আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে দীর্ঘ ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সীমান্ত লাগোয়া ১২টি আফগান প্রদেশ রয়েছে। অন্যদিকে, কাশ্মীরে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলো হল খাইবার পাখতুঙ্খাওয়া, বালোচিস্তান এবং গিলগিট বালিস্তান। যা আপাতত পাক নিয়ন্ত্রণে।
তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরেই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে গতকাল রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে সেই প্রশ্নের জবাবে বলেন, কাশ্মীরের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/আবু জাফর