দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রবিবার (২৯ আগস্ট) দেশটির আমাজন অঞ্চলে এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।
এদিকে এক বিবৃতিতে দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে পেরুর সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি পেরু জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে পেরুর আমাজন অঞ্চলের মুয়ুনা এলাকার হুয়ালগা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ভোর ও সকালের মাঝামাঝি সময় হওয়ার কারণে সেসময় নদীতে ঘন কুয়াশা ছিল এবং যাত্রীবোঝাই একটি নৌকা ও পণ্যবাহী বার্জের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবোঝাই কাঠের নৌকাটি নদীতে ডুবে যায় এবং এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জীবিত ফিরে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়ে ডুবে যাওয়া নৌকায় করে ভ্রমণে বেরিয়েছিলেন অনেকে। নৌকায় সেসময় প্রায় ২০ জন শিশুও ছিল।
বিডি প্রতিদিন/হিমেল