চীনে ১৮ বছরের নিচের শিশুরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে বলে জানিয়েছে দেশটির ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন ও সাধারণ ছুটির দিনগুলোতে তারা মাত্র এক ঘণ্টা গেম খেলতে পারবে।
আগের নিয়ম অনুযায়ী, এতদিন চীনের শিশু-কিশোররা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত। এবার সেই সময় আরও কমে আসলো।
ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, এসব গেম শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত খেলা যাবে। এই নির্ধারিত সময়ের বাহিরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে আনলাইন গেমিং সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই