মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘অকাস প্যাক্ট’ নামে যে নয়া নিরাপত্তা সহযোগিতা চুক্তি হয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশকারী দেশগুলোর তালিকায় নাম লেখালো মালয়েশিয়া। এর আগে চীন ওই চুক্তিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণমনা’ হিসেবে অভিহিত করেছে এবং ফ্রান্সও তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে সহযোগিতা করার লক্ষ্যে দেশটির সঙ্গে ওই চুক্তি করেছে আমেরিকা ও ব্রিটেন। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করার লক্ষ্যে এ চুক্তি সই করা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া এ চুক্তি স্বাক্ষরের কারণে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার বিশাল বাজেটের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
চুক্তি অনুযায়ী আমেরিকা ও ব্রিটেনের সহযোগিতায় নির্মিত হতে যাওয়া অস্ট্রেলিয়ার সাবমেরিনগুলো পরমাণু শক্তিচালিত হলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবি করেছেন, পরমাণু অস্ত্র তৈরির কোনও পরিকল্পনা তার দেশের নেই।
বিডি প্রতিদিন/কালাম