২২ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩৫

সাবমেরিন বিতর্কে ফ্রান্সের পাশে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক

সাবমেরিন বিতর্কে ফ্রান্সের পাশে ইউরোপীয় ইউনিয়ন

আমেরিকা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে সাবমেরিন বিতর্কে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশে পেল ফ্রান্স।

গতকাল মঙ্গলবার থেকে নিউইয়র্কে জাতিসংঘের বৈঠক শুরু হয়েছে। তবে সেই বৈঠক থেকে আপাতত প্রচারের আলো সরে গেছে আরো এক বৈঠকের উপর। ইইউ’র দেশগুলি জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে নিজেদের মধ্যে বৈঠক করবে। আর সেখানে সাবমেরিন চুক্তি নিয়ে আলোচনা হবে। 

সোমবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ''আমাদেরও কিছু বিষয় জানার আছে। কিছু প্রশ্ন আছে, যার উত্তর পাওয়া দরকার।'' 

সিএনএনকে তিনি বলেছেন, ''আমাদের এক সদস্য দেশের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা জানতে চাই কী হয়েছিল, কেন এটা হলো?''

ইইউ’র অন্যতম প্রধান কূটনীতিক জোসেপ বরেল বলেছেন, ''ইইউ ফ্রান্সের পাশে আছে।''

অস্ট্রেলিয়াকে পরমাণু-চালিত সাবমেরিন দেয়া নিয়ে চুক্তি করেছে আমেরিকা ও যুক্তরাজ্য। তাতে ফ্রান্স বেজায় চটেছে। কারণ, অস্ট্রেলিয়াকে পরমাণু-চালিত সাবমেরিন বিক্রি করার কথা ছিল ফ্রান্সের। তারা এখন আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে বিশ্বাসঘাতক বলেছে। পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা নেতারা এবং কূটনীতিকরা এখন নিউইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে অংশ নেয়ার জন্য গেছেন। 

সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''তিন দেশের মধ্যে সাবমেরিন চুক্তি আস্থার সংকট তৈরি করেছে।'' বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেছেন, ''আমাদের মনে হয়, একতরফা সিদ্ধান্ত নেয়া, অন্যকে না বোঝার নীতি নিয়ে অতীতেও তারা চলেছেন, এখনো চলছেন।''

সূত্র: ডয়েচে ভেলে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর