২২ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৪
খবর বিবিসি’র

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করা হবে ইসলামবিরোধী: ইমরান খান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করা হবে ইসলামবিরোধী: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের স্কুল বন্ধ করে দেওয়া হলে, সেটা হবে সম্পূর্ণ ইসলামবিরোধী কাজ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তালেবান নেতৃবৃন্দের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি, এমন সন্ত্রাসীদের লালন-পালন করতে পারবে না আফগানিস্তান।

গত সপ্তাহে আফগানিস্তানের বালক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা বলে এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বালিকা বিদ্যালয় খুলে দেওয়া হয়নি। কিন্তু ইমরান খান বলেন, আমি মনে করি, মেয়েরাও স্কুলে যেতে পারবেন।

বিবিসির সাংবাদিক জন সিম্পসনকে তিনি বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যেসব বিবৃতি তালেবান দিয়েছে, তা সবই ইতিবাচক। আমি মনে করি, মেয়েদের স্কুলে যেতে দেবেন তারা। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করার ধারণা কখনোই ইসলামিক হতে পারে না। এটা ধর্মের সঙ্গে কোনোভাবেই যায় না।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর