২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৩

তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোদি

অনলাইন ডেস্ক

তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোদি

নরেন্দ্র মোদি

তিন দিনের সফরে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত দুই বছরে মোদির এটি প্রথম আমেরিকা সফর। 

মোদি আগামীকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমে ব্যক্তিগত দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এরপর হবে কোয়াড শীর্ষ সম্মেলন।

মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি লেখেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য আমি ওয়াশিংটন ডিসিতে ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রবাসীরা আমাদের শক্তি। বিশ্বজুড়ে ভারতীয়রা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তা প্রশংসনীয়।”

ভারতের প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে পাঁচটি বড় কোম্পানির সিইও -কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স এবং ব্ল্যাকস্টোন -এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বেলা ১১টার দিকে উইলার্ড হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে সাক্ষাৎ করবেন।

পরে মোদি আইজেনহাওয়ারের এক্সিকিউটিভ অফিসের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে দেখা করবেন তিনি । শনিবার, প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর