২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২৫
খবর এএফপির

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান বরিস জনসনের

অনলাইন ডেস্ক


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান বরিস জনসনের

বরিস জনসন

জলবায়ু পরিবর্তন রোধে গোটাবিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

বরিস জনসন বলেন, “বিশ্ব এখন সংকটময় মুহূর্তে রয়েছে। আমরা আমাদের আবাসস্থল এবং নিজেদের যে ক্ষতি করছি, তার দায়িত্ব অবশ্যই আমাদেরকেই নিতে হবে।”

জলবায়ু পরিবর্তন রোধে আগামী নভেম্বরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলনে বসবেন বিশ্বনেতারা। বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ২৬-এর আগে বিশ্বনেতাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করলেন বরিস জনসন।

এ সময় তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হবে তা অপূরণীয়। আমরাই পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছি। তবে এ বসবাস অনুপযোগিতা শুধু আমাদের জন্য নয়, অন্যান্য প্রাণীর জন্য অনুপযোগী হয়ে উঠেছে পৃথিবী।”

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর