ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সরকার যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর পার্সটুডের।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। মাদুরো এসময় আমেরিকা ও তার মিত্রদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে বলে ভেনিজুয়েলার নানা সংকটের কথা তুলে ধরেন।
মাদুরো বলেন, আর্থিক লেনদেনের একাউন্টগুলোতে অনুসন্ধান চালানো হয়, স্বর্ণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং লন্ডনে ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের বৈধ রিজার্ভ আটকে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক