২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১৩

শিশুদের শার্টে ‘নরকে স্বাগতম’, লেখা নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক

শিশুদের শার্টে ‘নরকে স্বাগতম’, লেখা নিয়ে বিতর্ক

শিশুদের জন্যে তৈরি টি-শার্টে লেখা ‌‘নরকে স্বাগতম’ ও ‘তোমাকে ছুঁতে দাও’

শিশুদের জন্যে তৈরি শার্টে লেখা ‌‘নরকে স্বাগতম’ ও ‘তোমাকে ছুঁতে দাও’। চীনের জনপ্রিয় ব্র্যান্ড জেএনবিওয়াই এই শার্টে তৈরি করেছে। এ লেখা নিয়ে ইতোমধ্যে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, জেএনবিওয়াই এই শার্ট বাজারে ছাড়ার পর এর বিরুদ্ধে অনলাইনে অভিযোগ করেন এক মা। এরপর তা ভাইরাল হয়ে যায়।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবো-তে ওই মা লিখেন, লেখার অর্থ না বুঝেই তার ৪ বছরের ছেলের জন্যে শার্ট কেনেন। ‘নরকে স্বাগত। বুঝলাম না, কে আপনাকে স্বাগত জানাচ্ছে?’

এরপর অন্যরা এই ছবি শেয়ার করতে থাকেন। উইবো-তে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, একটি কালো কোর্টে তীরবিদ্ধ ব্যক্তি। সেখানে লেখা আছে, ‘এই স্থানটি ভারতীয় নাগরিকে পূর্ণ। আমি বন্দুক ও তীর দিয়ে তাদের বধ করব।’

ইউবো-ব্যবহারকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, কেন এই ব্র্যান্ডটিকে আগে শাস্তি দেওয়া হয়নি? এমন পরিস্থিতিতে জেএনবিওয়াই সবার কাছে ক্ষমা চেয়ে শার্টগুলো বাজার থেকে সরিয়ে নিয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর