২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৩৭

ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিন কর্মকর্তাদের বৈঠক, হামাসের নিন্দা

অনলাইন ডেস্ক

ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিন কর্মকর্তাদের বৈঠক, হামাসের নিন্দা

হামাসের মুখপাত্র হাজেম কাসেম

ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এটি একটি ভয়ঙ্কর ঘটনা এবং এই ধরনের ঘটনা ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্খার সাথে চরম বিশ্বাসঘাতকতা। খবর-পার্সটুডের।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, রামাল্লাভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করার চরম বিরোধী। এছাড়া তারা জাতীয় সমস্ত স্বার্থকে উপেক্ষা করছে।

ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের এই বৈঠককে হামাস জাতীয় এবং নৈতিক অপরাধ হিসেবে গণ্য করে। 

হাজেম কাসেম আরো বলেন, স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তাদের এই ধরনের আচরণ এ অঞ্চলের আরো দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শুধু উৎসাহিত করবে না বরং সে সম্পর্ক মজবুত করতেও তৎপর করে তুলবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর