মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি এমট্র্যাক ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ট্রেনটির অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়। এমট্র্যাক রেল অপারেটরদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথেই উত্তর-মধ্য মন্টানায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

ওই রেল সংস্থার পক্ষ থেকে দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানানো না হলেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু করেছে এমট্র্যাক। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে এবং আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৪৭ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিল।
সূত্র : রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        