মাদাম তুসো জাদুঘর এবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নতুন একটি মোমের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। যুক্তরাজ্যের ব্ল্যাকপুল শহরের রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রানির মোমমূর্তি নেয়া হয় জাদুঘরে।
বিশ্বব্যাপী খ্যাতিমানদের মোমের ভাস্কর্যের সংগ্রহশালা মাদাম তুসো জাদুঘর। এবার এই জাদুঘরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নতুন প্রতিকৃতি রাখা হলো। ৯৫ বছর বয়েসি রানির নতুন মোম ভাস্কর্যকে রাজকীয়ভাবেই স্বাগত জানিয়েছে জাদুঘর।
বৃহস্পতিবার ব্রিটেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় ব্ল্যাকপুল শহরের রাস্তায় ঘোড়ায় টানা গাড়িতে দেখা যায় রানিকে। দেখে বোঝার উপায় ছিলো না এটা মোমের মানুষ। ছোটবড় সবারই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু রানি এলিজাবেথ। তাই জাদুঘরে তার মূর্তি ঘিরে ভিড় থাকে।
মোমে রানির প্রতিকৃতি গড়তে ২৫ শিল্পীর সময় লেগেছে পুরো আটশ' ঘণ্টা। ১৯২৮ সালে, দুই বছর বয়সেই মাদাম তুসোতে জায়গা করে নিয়েছিলেন ভবিষ্যৎ রানি- এলিজাবেথ আলেকজান্ডার মেরি। এখন পর্যন্ত তার ২৩টি মুর্তি গড়িয়েছে মাদাম তুসো।
বিডি প্রতিদিন/আরাফাত