চীনের সেনাবাহিনী তাইওয়ান প্রণালিতে আমেরিকা ও কানাডার যুদ্ধজাহাজ চলাচলের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। একই সঙ্গে তারা এর গতিবিধি এবং এসব থেকে যেকোনো হুমকির যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে চীনের বরাতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজ চলাচল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবে। তাই অবিলম্বে এই এলাকা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা।
এর আগে গতকাল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডিউয়ি তাইওয়ান প্রণালি দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। এ সময় কানাডার একটি যুদ্ধজাহাজ মার্কিন ডেস্ট্রয়ারকে সঙ্গ দিচ্ছিল।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব এশিয়ায় নিজের অংশীদারদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপকে হালকাভাবে নেবে না চীন।
বিডি প্রতিদিন/আবু জাফর