তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে আবারও বিতর্কে জড়ালো দখলদার ইসরায়েল। জানা গেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যের সমুদ্রসীমার বিতর্কিত এলাকায় খনিজ সম্পদের অনুসন্ধানে নেমেছে ইহুদিবাদী দেশটি। বিষয়টি লেবানন জুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এবার ইসরায়েলকে রীতিমতো হুমকি দিয়েছে হিজবুল্লাহ। খবর রয়টার্স এর।
হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এক বক্তৃতায় বলেছেন, যদি শত্রু মনে করে তারা এই সমস্যার সমাধানের আগে তাদের ইচ্ছামতো কাজ করতে পারে তবে তারা ভুল করছে। এর আগে, ইসরায়েলের হয়ে মার্কিন কোম্পানি হলিবার্টন ওই বিতর্কিত এলাকায় খনিজ খুঁজতে কাজ করেছে। যা নিয়ে জাতিসংঘে আপত্তি জানিয়েছে লেবানন।
উল্লেখ্য, চলতি বছরে লেবানন ও ইসরায়েল বেশ কয়েকবার পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। প্রায়ই তাদের মধ্যে রকেট হামলা ও গোলাবর্ষণের ঘটনা দেখা যায়। এছাড়া লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে অনেক দিন ধরে।
বিডি-প্রতিদিন/শফিক