২৮ অক্টোবর, ২০২১ ১৭:৩৮

ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে: ত্রিপুরা পুলিশ

অনলাইন ডেস্ক

ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে: ত্রিপুরা পুলিশ

আইজিপি, ত্রিপুরা

কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ত্রিপুরা সম্পর্কে মিথ্যা খবর বা গুজব ছড়াচ্ছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, গতকাল উত্তর ত্রিপুরার পানিসাগরে প্রতিবাদ সমাবেশের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্ত করা বা লাঠি সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত যেসব ছবি শেয়ার করা হচ্ছে সেগুলো ভুয়া এবং ত্রিপুরার নয়। এগুলো অন্য কোনো দেশের হতে পারে। কারা এই ভুয়া ছবিগুলো আপলোড করেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর