জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাজ্যের একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে ফরাসি কোস্টগার্ড। ব্রিটিশ জলসীমায় জেলেদের প্রবেশের অনুমতি না দেওয়ার পাল্টা জবাবে ট্রলার জব্দ করেছে ফ্রান্স।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাছ ধরতে ব্রিটিশ ট্রলার কর্নেলিস গার্ট জেন প্রবেশ করে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সমুদ্রসীমায়। নিজেদের জলসীমায় অনুমোদনহীন জলযানের উপস্থিতি টের পেয়ে একে থামিয়ে কাগজপত্র দেখতে চায় ফরাসি কোস্টগার্ড। তবে বৈধ কোনো কাগজ না থাকায় ট্রলারটিকে জব্দ করে তীরে নিয়ে যায় কোস্টগার্ড।
ফ্রান্সের ভাষ্য, ব্রিটিশ ট্রলারটি তাদের সমুদ্রসীমায় কাগজপত্র ছাড়া প্রবেশ করে মাছ ধরার চেষ্টা করছিল।
ট্রলার জব্দের বিষয়টিকে দুঃখজনক বলেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। আর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী। পাশাপাশি বিষয়টি নিয়ে উত্তেজনা কমাতে ইউরোপীয় ইউনিয়নের টেবিলেও আলোচনা হয়েছে।
এর আগেরদিন বুধবার ব্রিটিশ জলসীমায় ফ্রান্সের জেলেদের প্রবেশের অনুমতি চাইলে তা নাকচ করে দেয় যুক্তরাজ্য। এরপর পরই ফ্রান্স জানায়, নভেম্বরের ২ তারিখ থেকে ব্রিটিশ পণ্য বহনকারী জলযানকে ফ্রান্সে প্রবেশ করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক। যা যুক্তরাজ্যে চলমান জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির