যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না পাকিস্তানের। দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেহমান মালিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরক্ত হয়ে আছেন পাকিস্তানের ওপর। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
বাইডেনের বিরক্তির কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানি এক ব্যবসায়ী ওয়াশিংটনে অবস্থিত আমাদের দূতাবাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন। এ নিয়েই নাখোশ বাইডেন।
আবদুল রেহমান মালিক এরই মধ্যে জো বাইডেনের এমন বিরক্তি থেকে বের হয়ে আসার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বার্তায় দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের দূতাবাস কেনো এইরকম করেছে সে বিষয়টিও পরিষ্কার হওয়া উচিত বলে মনে করেন তিনি।
আবদুল রেহমান মালিক বলেন, বাইডেনের মন এখনো গলেনি। যদি গলতো তাহলে অবশ্যই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলতেন। আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব নিয়েও নারাজ হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক