নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার। তাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন,ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করেছেন- তা এখনো চালু থাকুক। খবর জেরুসালেম পোস্ট এর।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে গণমাধ্যমটি। জানা গেছে, মাত্র ছয় মাসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বরাদ্দ রয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তার স্ত্রী ও তার দু’ছেলেও এ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। তবে রাষ্ট্রীয় এই নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আছে আর মাত্র এক মাস।
এই পরিস্থিতি এখন নিরাপত্তাহীনতার আশঙ্কায় বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার এ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আরো বাড়ানোর দাবি করছেন। কারণ, তারা নাকি এখন বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। যদিও এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও তার প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক