মিশরে ইসলাম অবমাননা করে মন্তব্য করার কারণে একজন ধর্মযাজকের সঙ্গে অর্থোডক্স কপটিক চার্চ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মিশরের অর্থোডক্স কপটিক চার্চ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এতে বলা হয়েছে, জাকারিয়া বোটরসের সঙ্গে ‘১৮ বছরের বেশি সময়ের’ সম্পর্ক ছিন্ন করেছে তারা।
ইসলাম অবমাননা করে জাকারিয়ার বক্তব্যের একটি ভিডিও গত শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, জাকারিয়া মিশরের একজন ধর্মযাজক ছিলেন। তিনি বেশ কয়েকটি দেশের চার্চে দায়িত্ব পালন করেছেন। জাকারিয়া ধর্মপ্রাণ খ্রিস্টানদের এমন সব বিষয়ের শিক্ষা দিয়েছেন, যা অর্থোডক্স মতবাদের সঙ্গে যায় না। এ জন্য তাকে আগে বরখাস্তও করা হয়েছিল।
এ ধরনের ব্যাখ্যা দেয়ায় ক্ষমা চেয়েছেন জাকারিয়া। জাকারিয়া চার্চকে বলেন, তিনি অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে গিয়েও নিজের এমন মতবাদ ছড়িয়ে দেন জাকারিয়া। এই সময়টাতে তার চিন্তার পরিবর্তন আনতে চেষ্টা করেছিল চার্চ বলেও জানিয়েছে অথরিটি।
চার্চের বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্ব্যবহার এবং মানহানি সত্যিকারের খ্রিস্টান চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং খ্রিস্ট ধর্মে ‘সব মুসলিম ভাইদের প্রতি ভালবাসা এবং পূর্ণ সম্মান রয়েছে’।
বিডি-প্রতিদিন/শফিক