ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে জানান তিনি।
শনিবার কাতারের রাজধানী দোহায় এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাত থেকে দুই দিনের জন্য কাতার সফরে দোহা পৌঁছেছেন তিনি।
আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা দখল করেছে কিন্তু আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টি মেনে নিতে পারছে না। এজন্য তারা কেউই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি এবং আফগানিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কও প্রতিষ্ঠা করেনি।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমরা ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা তৈরি করতে যাচ্ছি যেখানে ইউরোপের দেশগুলো তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং তারাই ইউরোপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তবে এর মধ্যদিয়ে তালেবান সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে স্বীকৃতি দেয়া হবে না বলে জানান তিনি।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন