শিরোনাম
৪ ডিসেম্বর, ২০২১ ১৯:৫০

রুশ অস্ত্র কিনলেই নিষেধাজ্ঞা, ভারতকে ইঙ্গিত করে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

রুশ অস্ত্র কিনলেই নিষেধাজ্ঞা, ভারতকে ইঙ্গিত করে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

রুশ মিসাইল সিস্টেম

পরোক্ষভাবে ভারতকে সতর্কবার্তা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতকে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র এমনটাই জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বলছে, আমরা সকল বন্ধু দেশের কাছে আবেদন করছি তারা যেন রাশিয়ার তৈরি এমন কোনও অস্ত্র আমদানি না করে যার ফলে তাদের কাটসা আইনে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি নিয়ে ভারতকে ছাড় দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্তই হয়নি। কাটসা আইনে কোনও এক বিশেষ দেশকে ছাড় দেওয়ার কোনও বিধান নেই।

উল্লেখ্য, রুশ মিসাইল সিস্টেম নিয়ে তুঙ্গে পৌঁছেছে ভারত-আমেরিকার টানাপোড়েন। সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম ‘এস- ৪০০ ট্রায়াম্ফ’ ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া। সামরিক বিষয়ে ওয়াকিবহাল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়েছে ভারতের।

সূত্র : সংবাদ প্রতিদিন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর