দক্ষিণ আফ্রিকায় প্রায় তিন সপ্তাহ আগে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরপর দেশে দেশে ছড়িয়েছে এই ভাইরাস। প্রতিদিনই নতুন শনাক্তের খবর এলেও আজই ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। এর মধ্য দিয়ে ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব।
আজ সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশটিতে একটি ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে যাদের বয়স ১৮ বছরের বেশি, তাদের সবাইকে বুস্টার ডোজ দেয়া হবে।
রবিবার সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে বরিস জনসন বলেন, ওমিক্রন ঢেউ আসছে, এ ব্যাপারে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। আগামী মাসের শেষ দিকে সব প্রাপ্তবয়স্কদের বুস্টার দেয়ার যে টার্গেট ছিল, তা এক মাস এগিয়ে আনা হবে। এমনকি বুস্টার ডোজ দেয়ার জন্য কিছু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের কোভিড অ্যালার্টের লেভেল ৪-এ উন্নীত হওয়ার কয়েক ঘণ্টা পর এমন ঘোষণা দেন জনসন।
সূত্র : বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক