হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
এ খবর নিশ্চিত করেছেন কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর। তিনি জানান, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ৬০। তবে স্থানীয় কর্মকতারা আশঙ্কা করছেন, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক