১৮ জানুয়ারি, ২০২২ ১০:৩০

বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত

অনলাইন ডেস্ক

বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত

ফাইল ছবি

বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত। ৫০ লাখেরও বেশি সফটওয়ার ডেভেলপার ভারতে কাজ করছেন। গত ৬ মাসে ১০ হাজারেরও বেশি স্টার্ট-আপ নিবন্ধন হয়েছে ভারতে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার এসব দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইন্ডিয়া ডটকমের। 

কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং-এর একটি গ্লোবাল রিপোর্টের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময় জানায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে আগ্রহের দিক দিয়ে ভারতীয়রাই তালিকার শীর্ষে।  ১৬-১৭ বছর বয়সীদের মধ্যে ভারতের ৮০ শতাংশ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হতে চান। অথচ ওই বয়সী মাত্র ২০ শতাংশ ব্রিটিশ এবং ৩০ শতাংশ মার্কিনির ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার। 

সূত্র: ইন্ডিয়া ডটকম


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর