১৮ জানুয়ারি, ২০২২ ১৭:১১

ইয়েমেনে সৌদি হামলায় হুতি কমান্ডারসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক

ইয়েমেনে সৌদি হামলায় হুতি কমান্ডারসহ নিহত ১৪

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এর আগে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে দুই ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন। সৌদি জোট বলছে, সোমবার তারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর আল জাজিরা'র।

মঙ্গলবার সানায় হুতিদের আস্তানা ও ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে। এতে প্রাথমিক হিসাবে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ওই সামরিক কর্মকর্তার স্ত্রী, তার ২৫ বছর বয়সী সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও অজ্ঞাত ব্যক্তিরা রয়েছেন।

সৌদি হামলায় হুতি নেতা মেজর জেনারেল আবদুল্লাহ কাসেম আল-জুনায়েদ নিহত হয়েছেন। হুমকির মোকাবিলা ও সামরিক প্রয়োজনে এই হামলা চালানো হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর