২২ জানুয়ারি, ২০২২ ২৩:০৯

উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে গেল যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক চালান

অনলাইন ডেস্ক

উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে গেল যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক চালান

রাশিয়াকে রুখতে ইউক্রেনে আগেই পৌঁছেছে ব্রিটেন ও কানাডার কমান্ডো বাহিনী। এবার উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রথম চালান পৌঁছলো। কিয়েভস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ‘সম্মুখ সারির রক্ষকদের’ জন্য গোলাবারুদসহ ৯০ টন ‘প্রাণঘাতী সহায়তা’ এসেছে। সামরিক সহায়তার এই চালান ‘ইউক্রেনের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার‘ প্রমাণ করে।

এর আগে, এই সামরিক সহায়তার প্যাকেজটি গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন করেছিলেন। ২০০ মিলিয়ান মার্কিন ডলার মূল্যের ওই সামরিক সহায়তার অংশ বিশেষ শনিবার পাঠানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর