২৫ জানুয়ারি, ২০২২ ১০:৪১
বিবিসির প্রতিবেদন

বাজছে যুদ্ধের দামামা, প্রস্তুত ৮ হাজার ৫০০ মার্কিন সেনা

অনলাইন ডেস্ক

বাজছে যুদ্ধের দামামা, প্রস্তুত ৮ হাজার ৫০০ মার্কিন সেনা

বাজছে যুদ্ধের দামামা, প্রস্তুত মার্কিন ৮ হাজার ৫০০ সেনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে পুতিনের দেশ রাশিয়া। এমন পরিস্থিতিতে প্রায় আট হাজার ৫০০ সেনাকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

মঙ্গলবার পেন্টাগন আরও জানায়, কোথায় এসব সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। 

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, “এটি তখনই শুধুমাত্র ঘটবে যখন ন্যাটো সামরিক জোট একটি দ্রুত-প্রতিক্রিয়া বাহিনী সক্রিয় করার সিদ্ধান্ত নেবে বা রুশ সেনা মোতায়েনের আশেপাশে অন্য পরিস্থিতি তৈরি হয়।”

তিনি আরও বলেন, ইউক্রেনে মোতায়েন করার কোনও পরিকল্পনা নেই। 

এদিকে, পশ্চিমা এই সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাড়তি সৈন্য প্রস্তত ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। 

ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ডসসহ ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে। তথ্যসূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর